ক্রনং দপ্তর সেবার ধরন কারা সেবা পাবেন? প্রার্থিত সুবিধা পাওয়ার সময়সীমা কার নিকট অভিযোগ করবেন? প্রার্থিত সেবার ফিস/মূল্য মন্তব্য ১ উপজেলা ভূমি অফিস সেনবাগ, নোয়াখালী। ক) ভূমি উন্নয়ন কর আদায় ভূমি মালিকগণ ইউনিয়ন ভূমি অফিস হতে অফিস চলাকালীন সময় তাৎক্ষনিকভাবে। সহকারী কমিশনার (ভূমি) কৃষি ০.৫০ টাকা ও ১.০০ টাকা হারেঅ-কৃষি আবাসিক ৫.০০/৬.০০ টাকা হারেঅ-কৃষি বাণিজ্যিক ১৫/১৭ টাকা হারে (প্রতি শতাংশ) ২ খ) নাম জারী /জমা খারিজ এর মাধ্যমে রেকর্ড সংশোধন জমির ক্রেতা, মালিকগণ এবং ওয়ারিশসূত্রে দাবীর মালিকগণ ৪৫ দিনের মধ্যে ইউ এন ও এবং সহকারী কমিশনার (ভূমি) দরখাস্ত কোর্ট ফি-৫.০০ টাকা।খতিয়ান ফি-৪৩ টাকারেকর্ড সংশোধন-২০০ টাকা এবং প্রসেস ফি ২.০০ টাকা। ৩ গ) ১৫০ ধারা মতে রেকর্ড সংশোধন সাধারণ জনগণ ১৮০ দিনের মধ্যে ইউ এন ও এবং সহকারী কমিশনার (ভূমি) কোর্ট ফি-৫/- টাকা ৪ ঘ) খাজনা মওকুফ ২৫ বিঘার নিম্নের জমির মালিকগণ বাংলা ১৩৯৮ সাল থেকে ইউ এন ও এবং সহকারী কমিশনার (ভূমি) খতিয়ান প্রতি-২.০০ টাকা । ৫ ঙ) খাস জমি বন্দোবস্ত ভূমিহীন উপজেলা কৃষি খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসক ও ইউ এন ও ১/- ফি। ৬ চ) হাট/বাজারের জমি একসনা বন্দোবস্ত দোকান ব্যবসায়ী মালিকগণ জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদন সাপেক্ষে জেলা প্রশাসক ও ইউ এন ও প্রতি বর্গমিটার পৌর এলাকা ১০০/- টাকা হারে;পৌর এলাকার বাহিরে ১৩/- টাকা হারে ৭ ছ) অর্পিত সম্পত্তির ইজারা ইজারা গ্রহীতা মালিকগণ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অনুমোদন সাপেক্ষে জেলা প্রশাসক ও ইউ এন ও প্রতি শতাংশ কৃষি জমি ৫/- টাকাবসত বাড়ি-২০/- টাকাপুকুর/জলমহাল-৩ বছর মেয়াদে নিলামের মাধ্যমে। ৮ জ) ২০ একরের নিম্নে বদ্ধ জলাশয় ইজারা প্রকৃত মৎস্যজীবি সমবায় সমিতি উপজেলা জলমহাল কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে ইউ এন ও পূর্ব ইজারা মূল্যের ৫% বৃদ্ধিতে ইজারা প্রদান |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস